আর্কিটেকচার ও সিভিল ইঞ্জিনিয়ারিং–এর শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য প্রফেশনাল BIM ওয়ার্কফ্লো শেখার একটি প্রজেক্ট-ভিত্তিক পূর্ণাঙ্গ আয়োজন। এই প্রশিক্ষণে Revit ব্যবহার করে ডিজাইনের শুরু থেকে ডেলিভারি পর্যন্ত প্রতিটি ধাপ হাতে-কলমে শেখানো হয়—যেমন: ফ্লোর প্ল্যান, ছাদ ও সিঁড়ি ডিজাইন, সেকশন ও ইলেভেশন, 2D ড্রাফটিং ও 3D ভিউ, ফ্যামিলি ক্রিয়েশন (ডোর, উইন্ডো, ফার্নিচার), ট্যাগিং ও লেবেলিং, শিডিউল তৈরি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রফেশনাল লেভেলের শীট প্রিপারেশন, যা ক্লায়েন্ট ও কনস্ট্রাকশন ড্রইংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাথে থাকছে Sun Path Analysis, Mass Modeling, 3D ফ্লোর প্ল্যান, ইন্টেরিয়র ও এক্সটেরিয়র রেন্ডারিং, Walkthrough ও 3D অ্যানিমেশন তৈরির প্র্যাকটিক্যাল ট্রেনিং। কন্টেইনার বিল্ডিং ডিজাইনের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা তৈরি করা হয়।
সবশেষে BNBC (Bangladesh National Building Code) ও IBC (International Building Code) অনুসরণ করে কোড-কমপ্লায়েন্ট ডিজাইন ও ডকুমেন্টেশন তৈরির কৌশল শেখানো হয়।